Khoborerchokh logo

গাইবান্ধার গিদারী থেকে বিদেশি মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মকছুদ গ্রেফতার 207 0

Khoborerchokh logo

গাইবান্ধার গিদারী থেকে বিদেশি মদসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মকছুদ গ্রেফতার


তারিন আফরিন,গাইবান্ধা থেকে:

গাইবান্ধায় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে গিদারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি।


রোববার (২৭ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত মোকছেদুর রহমান ইমন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী বালিয়ার ছড়া গ্রামের মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।


র‍্যাব জানায়, শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের দক্ষিণ গিদারী বালিয়ার  ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৬৪ বোতল বিদেশি মদসহ মোকছেদুর রহমান ইমনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।


ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com